এ বছর কমনওয়েলথ বৃত্তি পেলেন ২৬ বাংলাদেশি, স্বাগত জানালেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ
- আপডেট সময় : ০৭:৩৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
এ বছরের স্কলাররা বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবেন, যার মধ্যে রয়েছে বিহেভিয়োরাল অ্যান্ড ইকোনমিক সায়েন্স, বায়োলজিক্যাল কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটেশনাল অ্যাপ্লাইড ম্যাথমেটিকস, ডেটা অ্যান্ড ডিসিশন অ্যানালিটিকস, এডুকেশন, ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমস, গ্লোবাল হেলথ পলিসি, গ্লোবাল হেলথ সায়েন্স অ্যান্ড এপিডেমিওলজি, হেলথকেয়ার ম্যানেজমেন্ট, হিউম্যান রাইটস, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল এবং হিউম্যান রাইটস, ইন্টারন্যাশনাল রিলেশন্স ল, ম্যানেজমেন্ট, মেডিকেল স্ট্যাটিসটিকস অ্যান্ড হেলথ ডেটা সায়েন্স, মিউজিয়াম স্টাডিজ, পাবলিক হেলথ, পাবলিক পলিসি, সাসটেইনেবল অ্যাগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি ও টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে যোগাযোগ ও নেটওয়ার্ক গড়ার সুযোগ পান, যা যুক্তরাজ্যে তাঁদের একাডেমিক ও ব্যক্তিগত সাফল্যে অবদান রাখবে।