বিজ্ঞপ্তি/নোটিশ ::
সদ্য প্রাপ্ত খবর ::
এমবাপ্পে ব্যালন ডি’অর জিততে চান বলেই কি ফ্রান্সের হয়ে কম খেলছেন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৫১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
এমবাপ্পের নৈশ ক্লাব–বিতর্ক নিয়ে দলের সেন্টারব্যাক ওয়েইসলি ফোফানা বলেছেন, ‘অবসর সময়ে মানুষ যা খুশি করতে পারে। এটা এমন কিছু নয়, যা নিয়ে আমরা দলের মধ্যে কথা বলেছি। আমি বিষয়টা সম্পর্কে শুনিওনি। সে যা চায়, তাই করে। সে দারুণ একজন মানুষ এবং দারুণ পেশাদারও।’
এই বিতর্ক শেষ হওয়ার আগেই অবশ্য আরও বড় বিতর্ক সামনে এসেছে। ফুটবলভিত্তিক ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতো জানিয়েছে, এমবাপ্পে নাকি দেশমকে বলেছেন—তিনি ফ্রান্সের হয়ে শুধু গুরুত্বপূর্ণ ম্যাচগুলোই খেলতে চান।