আশুগঞ্জ-আখাউড়া চার লেন মহাসড়ক প্রকল্পে ফিরেছেন ভারতীয় ঠিকাদার, কাজ শুরুর আশ্বাস
- আপডেট সময় : ০১:৪৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসকের কক্ষে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন প্রকল্পের কাজ শুরুর বিষয়ে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার বিষয় নিয়ে একটি সভা হয়। সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান, কুমিল্লা সেনানিবাসের ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, চার লেন প্রকল্পের ব্যবস্থাপক মো. শামীম আহমেদ, ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ব্যবস্থাপক সুধীর কুমার ও প্রকৌশলী প্রশান্ত পালক, ২৫ ও ৬০ বিজিবি ব্যাটালিয়ন এবং জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্টের প্রতিনিধিসহ অনেকেই উপস্থিত ছিলেন। সভায় কাজ শুরু এবং ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পক্ষ থেকে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের যাবতীয় নিরাপত্তা প্রদানের বিষয়ে আশ্বস্ত করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন আমাদের আন্তরিকতায় অনেক খুশি ও সন্তুষ্ট। শিগগির তাঁরা চার লেন প্রকল্পের কাজ শুরু করবেন বলে আশ্বস্ত করেছেন।’