বিজ্ঞপ্তি/নোটিশ ::
সদ্য প্রাপ্ত খবর ::
আন্দোলনে র্যাপ ও ফিরে আসা গান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ১১ বার পড়া হয়েছে
গান প্রকাশের পর ছাত্রলীগের নেতারা হান্নানকে হুমকি দিয়েছেন। তাঁকে ধরতে বাড়িতে পুলিশও গিয়েছিল। বাধ্য হয়ে হান্নানকে আত্মগোপনে থাকতে হয়েছিল। পরে এক আত্মীয়ের জানাজা থেকে ফেরার পথে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ১২ দিন কারাগারে ছিলেন এই র্যাপার।
আন্দোলনের মধ্যে অন্তত ৪০টি বাংলা র্যাপ গান প্রকাশিত হয়েছে। অন্য কোনো ঘরানা থেকে এত গান আসেনি। প্রতিটি বাংলা র্যাপই আন্দোলনে উদ্দীপনা জুগিয়েছে। হান্নানের ভাষ্যে, এই আন্দোলনে বেশির ভাগ র্যাপ গানই ভালো লেগেছে। এর মধ্যে ‘কথা ক’, ‘বাংলা মা’, ‘বায়ান্ন’র মতো গান শুনলে রক্ত গরম হয়ে যায়।
আন্দোলনের মধ্যে প্রকাশিত বাংলা র্যাপ গানের মধ্যে আরও রয়েছে ‘দেশ সংস্কার’, ‘স্বাধীনতার গন্ধ’, ‘ছাত্র’, ‘স্লোগান’, ‘অধিকার’, ‘দেশ কার’, ‘আবু সাঈদ’, ‘রক্ত’, ‘দেশ কারও বাপের না’, ‘জবাব দে’, ‘জয় বাংলা’, ‘কত খাবি’, ‘শকুনের চোখ’।