আন্দোলনে চিকিৎসকেরা, ভেঙে পড়তে পারে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবা
- আপডেট সময় : ০৪:২৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ১২ বার পড়া হয়েছে
অবশ্য চিকিৎসকদের দাবি, এর চেয়ে বেশি মুমূর্ষু রোগীর মৃত্যু হয়ে থাকে পশ্চিমবঙ্গে। এসব মৃত্যু তারই অংশ। আন্দোলনের জন্য রোগীদের চিকিৎসায় গাফিলতি হচ্ছে না। আন্দোলন করছে জুনিয়র চিকিৎসক ও শিক্ষানবিশ চিকিৎসকেরা, জ্যেষ্ঠ চিকিৎসকেরা নন। আন্দোলন থামাতেই সরকার বিষয়টি সামনে আনছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দাবি মানতে রাজ্য সরকারে সাত দিন সময় দেওয়া হবে। এরপরও যদি দাবি মেনে নেওয়া না হয়, তাহলে গণহারে সরকারি হাসপাতাল থেকে চিকিৎসকেরা পদত্যাগ করবেন। যদিও পদত্যাগের বিষয়টি এখনো সেভাবে বলা হয়নি। তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে যদি মমতার সরকার চিকিৎসকদের দাবি মেনে না নেয়, তাহলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়তে বেশি সময় লাগবে না।
চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় গত সোমবার তৃতীয়বারের মতো সুপ্রিম কোর্টে শুনানি হয়। শুনানিতে রোগীর মৃত্যুর বিষয়টি তুলে ধরেছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। এরপরই আদালত পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকদের মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন। এর ব্যত্যয় হলে রাজ্য প্রশাসন যথাযথ ব্যবস্থা নিতে পারবে বলে জানান আদালত।