বিজ্ঞপ্তি/নোটিশ ::
সদ্য প্রাপ্ত খবর ::
অ্যানফিল্ড–অভিষেকের আগে চাপ নিচ্ছেন না স্লট
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
এই দিন প্রথমবারের মতো অ্যানফিল্ডের ডাগআউটে দাঁড়াবেন। লিভারপুল–সমর্থকদের গর্জনে উত্তাল এই মাঠকে প্রতিপক্ষ দলগুলোর জন্য বিভীষিকা হিসেবে দেখা হয়। এমনকি এই মাঠ স্বাগতিক দল আর তাদের কোচকেও অনেক চাপে রাখে। সেই চাপ মাথায় নিয়েই রোববার ডাগআউটে দাঁড়াবেন স্লট। তবে এই ম্যাচের আগে কোনো ধরনের স্নায়ুচাপ অনুভব করছেন না বলেই মন্তব্য করেছেন এই ডাচ কোচ।
স্লট অ্যানফিল্ডে নিজের প্রথম ম্যাচ নিয়ে বলেছেন, ‘আমি আশা করছি, আমাদের সমর্থকেরা ইপসউইচ–সমর্থকদের চেয়ে দ্বিগুণ জোরে চিৎকার করবে। আমি একদমই স্নায়ুচাপে ভুগছি না। এই মুহূর্তে অবশ্যই নয়। কারণ, আমি প্রস্তুতির মাঝে আছি। রোববারের ম্যাচের জন্য দলকে প্রস্তুত করছি এবং একেবারেই স্নায়ুচাপে ভুগছি না।’